বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় কুস্তি ফাইনাল খেলা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৬, ২০১৮
news-image

এমডি আজিজুর রহমান :

কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের শাকপুর (উঃ) পাড়ায় জামান বাড়ির সামনে রবিবার রাতে কুস্তি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বছরের নভেম্বর মাসে শাকপুর গ্রামবাসীর উদ্যোগে কুস্তি খেলা আয়োজন করে।

গত রবিবার বিভন্ন এলাকা থেকে আগত খেলোয়াররা কুস্তি খেলায় অংশ নেয়। খেলায় বিজয়ী আবদুল কাদের (দঃ) শাকপুর দল ও রার্নাসাপ আবুল হাসেম (উঃ) শাকপুরের দল হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে একটি মার্সেল ফ্রিজ ও রার্নাসাপ দলের হাতে এলইডি টিভি তুলে দেন শাকপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক গাজী শফিকুল ইসলাম।

এসময় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যাক্তিদের মাঝে উপস্থিত ছিলেন গাজী আবদুল মালেক, আবদুল খালেক মুন্সি, মিজানুর রহমান মুন্সি, নজরুল ইসলাম, ফারুক হোসেন,আনোয়ার হোসেন,আবাদ মেম্বার, সাত্তার মেম্বার, মকবুল মেম্বার। প্রধান রেফারি হিসেবে দায়ীত্ব পালন করেন সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বাদল। খেলায় বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার কুস্তি প্রেমীরা খেলা উপভোগ করেন।

 

আর পড়তে পারেন