মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় উদ্দীপন অফিসে মায়ের ঋনের টাকার জন্য শিশু সন্তানসহ মেয়েকে ৫ ঘন্টা আটক রাখার অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৬, ২০১৯
news-image

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়ায় উদ্দীপনের ম্যানেজার ইলিয়াছ আহমেদ এর বিরুদ্ধে মায়ের ঋণের টাকার জন্য শিশুসহ মেয়েকে ৫ ঘন্টা আটকে রেখে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভিক্টিম বাদি হয়ে বরুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা যায়, ভিক্টিম পিংকি বরুড়া উপজপলার শাকপুর ইউনিয়নের বেকী গ্রামের রহিজলের মেয়ে। তার শশুর বাড়ী হবির গাও গ্রামে। বুধবার (৩ জুলাই) দুপুর ১ টার দিকে উদ্দীপনের মহিলা কর্মী শিবানী হবির গায়ে পিংকি আক্তারের শশুড় বাড়িতে গিয়ে কথা আছে বলে তাকে বরুড়া পৌর এলাকায় অবস্থিত উদ্দীপন বরুড়া শাখা-১ এর অফিসে নিয়ে আসে। পরে শিশু সন্তান ও শাশুড়ী সহ পিংকিকে প্রায় ৫ ঘন্টা আটকে রাখে অফিসের লোকজন সহ বরুড়া শাখার উদ্দীপনের ম্যানেজার ইলিয়াছ আহমেদ। এসময় মহিলা কর্মী শিবানী ও আরো একজন পুরুষ কর্মী মফিজ তার সাথে বিভিন্ন ধরণের দুর্ব্যাবহার ও মারধরের চেষ্টা করে। তার কাছ থেকে জোড় করে কাগজে স্বাক্ষর ও টিপসই রাখে। উদ্দীপন অফিসে এসে জানতে পারে তার মায়ের নামে ১ লক্ষ ৫০ হাজার টাকা ঋণ নেয় এবং নিয়মিত ঋণ পরিশোধ করে আসছে। গত জুন ২০১৯ এর কিস্তি বকেয়া পড়ায় তার মাকে অফিসে হাজির না করলে তাকে ছাড়া হবে না। এ ব্যাপারটি বিভিন্ন মহলে জানা যানি হলে, ৫ ঘন্টা পর স্থানীয় লোকজনদের সহযোগীতায় তাকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে উদ্দীপনের ম্যানেজার বলেন, তাকে ঋণের টাকা আদয়ের জন্য অফিসে আনা হয়।

এ ব্যাপারে বরুড়া থানা ওসি (তদন্ত) ইকবাল বাহার বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আর পড়তে পারেন