বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় অর্থ সংকটে ১৫ বছরেও মন্দিরের কাজ অসমাপ্ত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৩, ২০১৯
news-image

 

সাকিব আল হেলাল :

কুমিল্লার বরুড়ায় পৌরসভার পাঁচপুকুরিয়া গ্রামের একমাত্র মন্দির শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির। মন্দিরটি ২০০৪ সালে ৮ শতাংশ জমি নিয়ে কাজ শুরু করলেও ১৫ বছর পরও অর্থ সংকটের কারণে কাজের সমাপ্তি হয়নি।

এটাই এই গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের একমাত্র মন্দির। কিন্তু এই গ্রামের মানুষ গরিব হওয়ায় গ্রামের মানুষের পক্ষে ১৫ বছরেও মন্দিরের কাজ শেষ করা সম্ভব হয় নি।

ছোট বড় ৯০টি পরিবারের একমাত্র উপসানালয় এই মন্দিরটি। তাছাড়া পার্শ্ববর্তী গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা লোকেরাও এই মন্দিরে আসেন পূজা – অর্চনার জন্য। সনাতন ধর্মীয়দের আচার অনুষ্ঠানে জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন শ্রেণির মানুষের মিলন মেলায় পরিনত হয় মন্দির প্রাঙ্গণে।

মন্দিরের ভিতরের কাজ শেষ হলেও অর্থের অভাবে বাকি কাজ বন্ধ হয়ে আছে। গ্রামের দরিদ্র মানুষরাই নিজেদের সামর্থ্যমত খরচ দিয়ে এতটুকু কাজ করেছেন।

শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের সভাপতি নিমাই চন্দ্র নম বলেন, স্থানীয়ভাবে অনেক আবেদন করেও অর্থের যোগান দেওয়া সম্ভব হয়নি। তাই সরকারি ভাবে আর্থিক সহযোগিতা পেলে মন্দিরের কাজ সমাপ্ত করা সম্ভব। এ ব্যপারে এমপি মহোদয় সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

আর পড়তে পারেন