বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ার আগানগর বিশ্ববিদ্যালয় কলেজে আলোচনা ও পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৫, ২০১৯
news-image

 

সাকিব আল হেলাল।।
কুমিল্লার বরুড়া উপজেলার ঐতিহ্যবাহী আগানগর বিশ্ববিদ্যালয় কলেজে বরুড়ার বিভিন্ন সংগঠনের সহযোগীতায় ক্লিন বরুড়ার উদ্যেগে আলোচনা ও পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল দশটায় কলেজের মাঠ প্রাঙ্গনে শিক্ষক,শিক্ষার্থীদের অংশগ্রহনে আলোচনা অনুষ্ঠিত হয়। বরুড়ার বিভিন্ন সংগঠনের সদস্যসহ ক্লিন বরুড়ার সভাপতিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা করেন, কলেজে অধ্যক্ষ শরিফুল ইসলাম,ক্লিন বরুড়া সংগঠনের সমন্বয়ক হাসান আলী,সাংবাদিক সাকিব আল হেলাল,হোসেন রাসেল,কামরুল হোসেন,সোহান,এডভোকেট জয়নাল মাজহারী, কবি সোহেল রানাসহ আরো অনেকে।

উপস্থিত সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন,পরিস্কার-পরিচ্ছন্ন বরুড়া রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।আমরা ২০২১ সালের মাধ্যে বরুড়াকে একটি পরিচ্ছন্ন বরুড়া উপহার দিবো।সে অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। আমরা উপজেলার প্রতিটি কলেজে নিজ উদ্যেগে ময়লার ফেলার ঝুড়ি দিচ্ছি ।আমরা সকলের সহযোগীতা কামনা করছি”।

আলোচনা শেষে শিক্ষার্থীদেরকে শপথ বাক্য পাঠ করে গণস্বাক্ষর নেওয়া হয়।পরে কলেজের শিক্ষক,শিক্ষার্থী ও ক্লিন বরুড়ার সংগঠনের সদস্যদের অংশগ্রহনের কলেজ মাঠ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

আর পড়তে পারেন