শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফিরিয়ে দাও

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৩, ২০১৯
news-image

মোঃ আবদুর রহিমঃ

ফিরিয়ে দাও সবুজ ঘাসের অবারিত মাঠ,
হাজার গরুর বিচরণে ছিল জমজমাট।
চরতো গরু অবাধে সেই, ঘাসের গালিচায়,
এই অপরুপ দৃশ্য দেখতে, পরাণ খালি চায়।

উদাস দুপুর গাঁয়ের রাখাল বাঁশির অনুরণন,
শুনতো কৃষক কাজের ফাঁকে জুড়াতো যে মন।
নদীর বুকে শতশত কাঠের নৌকার সারি,
রঙ বেরঙের পাল তুলে উজান দেশে পাড়ি।

ছইয়ের উপর রসিক মাঝির ভাটিয়ালি গান,
কলসি কাঁখে গাঁয়ের মেয়ে মন করে আনচান।
মাঝির গানে চিত্ত মাঝে জেগে উঠে ঢেউ,
এদিক সেদিক তাকায় মেয়ে যদি দেখে কেউ!
সন্ধ্যার পর উঠানেতে পুঁথি পাঠের আসর,
মাথার উপর খোলা আকাশ লক্ষ তারার বাসর।

দেখিনা সেই পালাগান, মহররমের জারি,
হায় হোসেন বলে মাতম, করতো নরনারী।
কোথায় গেলো ঐতিহ্যের, সেই লাঠিখেলা?
বটের ছায়ায় মহানন্দের, চৈত্র মাসের মেলা?
কোথায় গেলো বিল ঝিলের শাপলা ফোটা দৃশ্য?
সব হারিয়ে প্রকৃতি আজ, অনেকটাই নিঃস্ব।

বাড়ছে শুধু যন্রণা, যতই বাড়ছে বেগ,
যন্ত্ররা সব কেড়ে নিচ্ছে, অনুভূতি আবেগ।
কী ঘটছে বুঝিনা যে, যুগের মতিগতি,
বেগ এখন ছন্দের গায়ে টেনে দিচ্ছে যতি।

লেখকঃ

মোঃ আবদুর রহিম

সহকারি শিক্ষক

সাবেরা সোবহান বালিকা উচ্চ বিদ্যালয়, বি-বাড়িয়া।

আর পড়তে পারেন