বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ফার্মাসিস্ট দিবসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফ্রি রক্তের গ্রুপিং

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৫, ২০১৯
news-image

শাহাদাত বিপ্লব, কুবি :
বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ফার্মেসী বিভাগের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, পোস্টার প্রদর্শন, কেক কাটা, দিনব্যাপী ফ্রী রক্তের গ্রুপ  এবং রক্তচাপ নির্ণয়ের ক্যাম্পেইন করেছে ফার্মেসী সোসাইটি।

দিবসটির শুরুতে বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্যাডমিন্টন মাঠে এসে শেষ হয়।

পরে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী কেক কেটে বিশ্ব ফার্মাসিস্ট দিবসের আনুষ্ঠানিকতা শুরু করেন। এসময় শিক্ষার্থীদের তৈরি সচেতনতামুলক পোস্টার প্রদর্শনী ঘুরে দেখেন উপাচার্য। অনুষ্ঠানে তিনি বলেন, ‘ফার্মাসিস্টরা সুক্ষ্ম প্রতিভার অধিকারী। তারা চাইলেই ওষুধ শিল্পের বিপ্লব ঘটাতে পারে। ফার্মাসিস্টরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন।’
এসময় ফার্মেসী বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এনামুল হক, প্রভাষক জয় চন্দ্র রাজবংশী, মানতাশা তাবাসসুম ও রাফেজা খাতুন এবং ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন