বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করেই লাকসামে চলাচল করছে অবৈধ ট্রাক্টর

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৫, ২০২০
news-image

 

সেলিম চৌধুরী হীরা, লাকসামঃ

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করেই কুমিল্লার  লাকসামের বিভিন্ন  গ্রামীণ সড়কে চলাচল করছে অবৈধ যন্ত্রদানব ট্রাক্টর৷

কৃষিকাজের জন্য আমদানিকৃত ট্রাক্টর এখন অবৈধ ট্রাক বা পরিবহন হয়ে গ্রামীণ জনপদে সর্বনাশ ঘটাতে শুরু করেছে। বিরামহীন চলাচলে শব্দ দুষণ, রাস্তায় চলাচলকারী জনসাধারণ, গ্রামের মানুষ ও শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে উঠেছে। কৃষি উন্নয়নের জন্য এসব ট্রাক্টর আমদানি করা হলেও মালিকরা এগুলো ব্যবহার করছে ইট, বালু, মাটি, ফার্নিচার, ইত্যাদি মালামাল পরিবহনের কাজে। রাস্তায় এরা উচ্চ শব্দে হর্ণ বাজিয়ে বেহাল অবস্থায় চলাচল করছে। বিশেষ  করে ইটভাটার মালিকদের রয়েছে অবৈধ এই যানের সংখ্যা অনেক বেশী ৷

এই অবৈধ ট্রাক্টরের বেপরোয়া চলাচল গ্রামীণ রাস্তা-ঘাট ভেঙে চুরমাড় হয়ে যাচ্ছে। কৃষি জমির টপ সয়েল কেটে ইটভাটায় সরবরাহ এবং পুকুর-দীঘিনালা ভরাট চলছে। ট্রাক্টরের অত্যাচারের মুখে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। রোড পারমিশন বিহীন ট্রাক্টর ও সনদ বিহীন ড্রাইভারদের কারণে রাস্তা-ঘাটে চলাচলকারী মানুষ সার্বক্ষনিক উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে চলাচল করছে। বিকট শব্দে মাটি বোঝাই ট্রাক্টর সাদা পাউডারের মত ধুলো উড়িয়ে ধাবিয়ে চলে৷ উপজেলার বিভিন্ন এলাকার কৃষি জমি থেকে মাটি বোঝাই নিয়ে মহাসড়ক ও গ্রাামীণ সড়ক গুলোর উপর দিয়ে ব্যাপক হারে চলাচল করছে।

২০১৯ সালে প্রায় আট মাস সময় বেঁধে দিয়ে ট্রাক্টর চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলো লাকসামের প্রশাসন৷ এ ধারাবাহিকতায় গত ২৬ ডিসেম্ব উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সিন্ধান্ত নেওয়া হয় যে, ১ জানুয়ারী ২০২০ থেকে লাকসাম উপজেলায় ট্রাক্টর চলাচল সম্পূর্ন নিষেধ৷ ১ জানুয়ারী থেকে তা কার্যকর করেছিলেন প্রশাসন৷

কিন্তু প্রশাসনের নিষেজ্ঞা অমান্য করে কিছু প্রভাবশালী মহল অবাধে ট্রাক্টর চালাচ্ছেন ৷ কেউ কেউ আবার গভীর রাতে মাটি বহনের কাজে ব্যবহার করছে ট্রাক্টর ৷ এরই মধ্যে থানা পুলিশ কয়েকটি ট্রাক্টর আটক করলেও বন্ধ হচ্ছেনা এই অবৈধ যান ৷

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম বলেন, যারা নিষেধাজ্ঞা অমান্য করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে ৷ এরই মধ্যে কয়েকটি ট্রাক্টর জব্দ করে জরিমানা করা হয়েছে, যা অব্যাহত থাকবে ।

আর পড়তে পারেন