শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রবাসীদেরকে দেশের অর্থমন্ত্রী বললেন মোস্তফা কামাল

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৫, ২০১৯
news-image

 

প্রবাস ডেস্কঃ

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, প্রবাসীরাই দেশের অর্থমন্ত্রী।  ‘দেশের সক‌ল মানুষের প্রচেষ্টায় আগামী ২১ বছ‌রের মধ্যে বাংলাদেশ হ‌বে বি‌শ্বের অন্যতম উন্নত দেশ’।

অর্থমন্ত্রীর ইতা‌লি আগম‌ন উপলক্ষে আওয়ামী লী‌গের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠা‌নে তি‌নি এ কথা ব‌লেন।

মন্ত্রী আরো বলেন, সবাই‌কে দেশ প্রে‌মিক হ‌তে হ‌বে। বঙ্গবন্ধুর নেতৃ‌ত্বে দেশ স্বাধীন হ‌য়ে‌ছে, এবার তার সু‌যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার হাত ধ‌রে দে‌শের জন্য আন‌তে হ‌বে অর্থ‌নৈ‌তিক মু‌ক্তি।

ইতা‌লি আওয়ামী লী‌গের সভাপ‌তি ইদ্রিস ফরাজীর সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবা‌লের প‌রিচালনায় বক্তারা প্রবাসী‌দের বি‌ভিন্ন সমস্যার কথা তু‌লে ধ‌রলে অর্থমন্ত্রী বিমানবন্দ‌রে হয়রানি বন্ধ ও ইতা‌লি থে‌কে প্রবাসী‌দের লাশ সম্পূর্ণ বিনা খর‌চে পাঠা‌নোর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন। ত‌বে প্রবাসী‌দের ও‌য়েজ আর্নার্জ কল্যাণ বো‌র্ডের সদস্য হওয়ার অনু‌রোধ জানান।

এসময় ইতা‌লিস্থ বাংলা‌দেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার সহ আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহ‌যো‌গি সংগঠ‌নের নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন। আ‌লোচনা শে‌ষে অর্থমন্ত্রী মোস্তফা কামাল‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা জানানো হয়।

আর পড়তে পারেন