শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রথম ভাতার বই ও টাকা পেলেন বীরঙ্গনা আফিয়া খাতুন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৮, ২০১৭
news-image

 

মোঃ বেলাল হোসাইনঃ
রাষ্ট্রিয় খেতাবপ্রাপ্ত চৌদ্দগ্রাম উপজেলার একমাত্র মহিলা মুক্তিযোদ্ধা বীরঙ্গনা আফিয়া খাতুন প্রকাশ খঞ্জনী বেগমকে মুক্তিযোদ্ধা ভাতার প্রথম টাকা ও ভাতার বই দিয়েছে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন। রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাঈদুর রহমান তার কার্যালয়ে বই ও টাকা বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাছির উদ্দিন। খঞ্জনী বেগমের মেয়ে রোকসানা জানান, জেলা প্রশাসন অফিস থেকে ভাতার বই বিতরণের খবর পেয়েই ছুটে যাই চৌদ্দগ্রাম উপজেলা পরিষদে। স্বাধীনতার ৪৬ বছর পরে উপজেলা প্রশাসন থেকে ভাতা এবং বাড়তি হিসেবে বোনাস পাওয়ায় দেশের জন্য মায়ের ত্যাগের ফসল।
সোমবার রাতে প্রতিবেদকের ফোন পেয়ে মেয়ে রোকসানা জানান, দৈনিক আজকের কুমিল্লা, দৈনিক পূর্বাশা এবং সাপ্তাহিক চৌদ্দগ্রামে বিভিন্ন সময় খঞ্জনী বেগমের জীবনযাপনের করুন চিত্র, বসতভিটা না থাকায় বসবাসের দুর্দশার বিষয়ে নিউজ প্রকাশিত হওয়ায় আজকে তাদের পরিবার একটি ভরসার স্থানে পৌছেছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতাও স্বীকার করেন।

আর পড়তে পারেন