বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রথম দফায় কুমিল্লা শহরের ৪টি ওয়ার্ড লকডাউন, শুরু ১৯ জুন রাত থেকে

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৬, ২০২০
news-image

স্টাফ রিপোর্টার:

১৯ তারিখ রাত ১২ টা থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনের ৪টি ওয়ার্ডে লকডাউন কার্যক্রম শুরু হবে। এই লকডাউন চলবে ৩ জুলাই পর্যন্ত।

লকডাউনের আওয়ায় পড়েছে নগরীর ৩ নংওয়ার্ড, ১০ নং ওয়ার্ড, ১২ নং ওয়ার্ড ও ১৩ নং ওয়ার্ড।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে লকডাউন বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় কুমিল্লা সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত  নেন।

কুমিল্লা সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, করোনা ভাইরাস আক্রান্তের দিক থেকে বিবেচনা করে এই চারটি ওয়ার্ড প্রথম ধাপে লকডাউনের আওতায় আনা হয়েছে। ১৯ জুন রাত ১২ টা থেকে লকডাউন শুরু হবে। ৩ জুলাই পর্যন্ত লকডাউন চলবে।

প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম, কুমিল্লা সেনানিবাসের ৩১ বীরের কমান্ডিং অফিসার লে.কর্ণেল মাহাবুব আলম,  এনএসআই, কুমিল্লার যুগ্ম পরিচালক জি এম আলীম উদ্দিন, কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডাঃ মুজিবুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, যুগ্ম আহ্বায়ক কুসিক ১১ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদি, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সরকার মাহমুদ জাভেদ, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মনজুর কাদের মনি ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শিপন প্রমুখ।

আর পড়তে পারেন