বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দাপুটে জয় পেল টাইগাররা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৯, ২০২০
news-image

 

এহসান ফারুকীঃ

জিম্বাবুয়েকে একমাত্র টেস্ট ও তিন ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর দুই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। ৪৮ রানের জয় নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা। এর আগে টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টি ছিল ৪৩ রানের। ২০০৬ সালে খুলনায় এই জয় পেয়েছিল টাইগাররা।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করতে নামেন বাংলাদেশ।
নতুন ওয়ানডে অধিনায়ক তামিম এর সাথে ফর্মে থাকা লিটন দাস পাওয়ার প্লের ৬ ওভারেই তোলেন ৫৯ রান। যদি ও পরে তামিম ৪১ এবং লিটন দাস ৫৯ রান করেন। তাছাড়া দলের হয়ে ৩২ বলে ৬২ রানের ইনিংস খেলেন সৌম্য সরকার।

অন্যদিকে বোলিং এ বাংলাদেশের হয়ে লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব এবং মুস্তাফিজ নেন ৩টি করে উইকেট। ৩ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বিপ্লব এবং ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ১টি করে উইকেট নিয়েছেন শফিউল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন ও আফিফ হোসেনের।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০০/৩ (২০ ওভার)
সৌম্য ৬২*, লিটন ৫৯, তামিম ৪১; ভাধেভেরে ১/১৫, রাজা ১/৩১।

জিম্বাবুয়ে: ১৫২/১০ (১৯ ওভার)
কামুনহুকামুয়ে ২৮, মুম্বা ২৫, উইলিয়ামস ২০; বিপ্লব ৩/৩৪, মুুস্তাফিজ ৩/৩৪।

ফল: বাংলাদেশ ৪৮ রানে জয়ী।

আর পড়তে পারেন