মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পুলিশ দেশে বড় ছেলের ন্যায় দায়িত্ব পালন করছে- দেবিদ্বার থানার শতবছর পূর্তি অনুষ্ঠানে পুলিশ সুপার

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২১, ২০১৭
news-image

 

জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বিপিএম বলেন, পুলিশই স্বাধীনতার যুদ্ধে প্রথম রক্ত দিয়েছে, ১৯৭১ সালে রাজাবাগের পুলিশ লাইনে ২৫ শে মার্চের সেই কালো রাতের ওয়্যারলেসের ঘোষনা পর বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশ পুলিশই প্রথম স্বাধীনতার যুদ্ধের সূচনা করেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর)বিকাল সাড়ে ৪ টায় দেবিদ্বার থানা সংলগ্নে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এসব কথা বলেন ।

অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, দীর্ঘ নয় মাসের যুদ্ধে বাংলাদেশ পুলিশ সরকারি প্রতিষ্ঠান হিসেবে প্রায় তিন হাজার পুলিশ সদস্য বুকের তাজা ঢেলে দিয়েছে। শুধু তাই নয় তৎকালীন পুলিশ সুপারও সেদিন শহীদ হয়েছিলেন এবং কুমিল্লা জেলা পুলিশের ৫০ জন পুলিশ সদস্য এ দেশ মাতৃকার জন্য মুক্তিযুদ্ধের প্রথম প্রহরেই শহীদ হয়েছিলেন, পুলিশ হিসেবে গর্ব করার মত আমাদের অনেক কিছুই আছে কিন্তু সাধারণ মানুষ পুলিশ নিয়ে কথা বলতে দ্বিধাবোধ করেনা।

কারণ পুলিশ সবসময় সংসারের বড় ছেলের ন্যায় দায়িত্ব পালন করে যায়। তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ ২৪ ঘন্টাই কাজ করে মানুষের জন্যে, সমগ্র বিশ্বে পুলিশের কাজের ধরণই এমন, পুলিশই একমাত্র সার্ভিস যার মাধ্যমে সাধারণ মানুষের সাথে নিবিড়ভাবে পৌছা যায়।

পুলিশ একটি দেশের বড় ছেলের দায়িত্ব পালন করছে। বড় ছেলেরা যেমন বাবা মায়ের ভরণ পোষণ করে তেমনি পুলিশও সেই দায়িত্ব পালন করে। ঈদ পূজা বা অন্যান্য উৎসবে আপনারা যেন নিরাপদে বাড়ি যেতে পারেন পুলিশই কিন্তু আপনাদের নিরাপত্তায় কাজ করেন।

ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি সাইফুল ইসলাম শামীম’ র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আব্দুল্লাহ আল মামুন, দেবিদ্বার বি-পাড়া (সার্কেল) সহকারি পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন, জেলা ইন্টিলিজেন্ট কর্মকর্তা মো. মাহবুব মোর্শেদ, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো. শহীদুল্লাহ পলাশ। এছাড়াও আরও বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং’র সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মিঠু, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের পক্ষে ইউসুফপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. মোস্তাফা কামাল চৌধুরী। সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য মো. শাহজাহান সরকার, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানী, সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু, মহিলা কলেজ অধ্যক্ষ আবদুল্লাহ আল মাসউদ পাখি, দেবিদ্বার মাল্টিপারপাস সমিতির সভাপতি মো. হিরন মোল্লা, উপজেলা আওয়ামীলীগ নেতা লুৎফুজ্জামান বাবুল, জাফরগঞ্জ ইউনিয়ন সভাপতি মো. সোহরাব হোসেন, ফতেহাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আবদুস সালাম, গুনাইঘর দক্ষিণ মো. আবদুল হাকিম, রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. কামরুল হাসান, মোহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, বড়শালঘর ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল ইসলাম জারু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদিকা তাহমিনা পারভিন আঁখি প্রমুখ ।

আর পড়তে পারেন