শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পুরুষ সাপের সাথে মিলিত ছাড়াই ভার্জিন মা সাপ জন্ম দিল ১৮ বাচ্চা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২, ২০১৯
news-image

 

ডেস্ক রিপোর্ট :

অনেক আজব ঘটনাই ঘটে এই পৃথিবীতে। তবে এই গ্রিন অ্যানাকোন্ডা সাপের ঘটনা চমকে দিয়েছে সবাইকে। ইংল্যান্ডের বোস্টন শহরে একটি অ্যাকুরিয়ামে একটি মা অ্যানাকোন্ডা সাপ জন্ম দিয়েছে ১৮টি বাচ্চা অ্যানাকোন্ডার।

তবে মজার ব্যাপার হলো আন্না নামের এই মা অ্যানাকোন্ডা কোনো পুরুষ সাপের সাথে মিলিত হয়নি। বরং এই মা সাপটি অ্যাকুরিয়ামে বহুদিন ধরে একাই থাকে।

ভয়েস অব আমেরিকার খবর অনুসারে জন্ম নেওয়া ১৮টি বাচ্চা সাপের মধ্যে মাত্র দুটি বাচ্চা এখনো বেঁচে আছে।

অ্যাকুরিয়ামের দেওয়া তথ্য অনুসারে পিতা সাপ ছাড়া এই ১৮টি সাপের বাচ্চা জন্ম নেওয়ার ঘটনা বিরল। তারা এই ঘটনাকে ভার্জিন বার্থ নামে নামকরণ করেছে।

ভার্জিন বার্থ পদ্ধতিতে পিতার সংস্পর্শ ছাড়াই মায়ের গর্ভে সন্তান উৎপাদন করা হয়, যা সর্বপ্রথম গ্রিসে করা হয়েছিল।

আর পড়তে পারেন