শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পুরান ঢাকার কেমিক্যাল কারখানা অপসারণের দাবি হিউম্যান রাইটস ফোরামের

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৪, ২০১৯
news-image

 

ডেস্ক রিপোর্ট :
পুরান ঢাকার সব কেমিক্যাল কারখানা ও গুদাম দ্রুত অপসারণের দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম।

একই সঙ্গে কারখানাগুলোর বাণিজ্যিক লাইসেন্স বাতিল এবং এ ধরনের লাইসেন্স আর না দেয়ার দাবি জানানো হয়েছে।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংস্থাটির পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।

সম্মেলনে মূল বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগের জাকির হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্টেপসের রঞ্জন কর্মকার, মানুষের জন্য ফাউন্ডেশনের শাহিন আনাম, এসএনএফের হামিদা হোসেন, এএলআরডির শামসুল হুদা, এএসএফের সেলিনা আহমেদ ও আসকের তামান্না হক রিতী।

ফোরামের পক্ষ থেকে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি কিছু দাবি করা হয়েছে। স্বল্পমেয়াদি দাবিগুলো হলো অগ্নিকাণ্ডের ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তসহ কারণ অনুসন্ধানের জন্য কমিটি গঠন করে রিপোর্ট দেয়া, উচ্চ আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নে ধীরগতির কারণ অনুসন্ধান ও দায়ীদের যথাযথ বিচার প্রক্রিয়া অনুসরণ করে শাস্তি দেয়া, আহতদের চিকিৎসার সুব্যবস্থা, ক্ষতিপূরণ ও পুনর্বাসন করা, এ ধরনের রাসায়নিক পদার্থ মজুদ করলে শাস্তির বিধান ও তা কর্যকর করা, সব ধরনের বিল্ডিংয়ে অগ্নিনির্বাপণে রাখা বাধ্যতামূলক করা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা।

দীর্ঘমেয়াদি দাবির মধ্যে রয়েছে পুরান ঢাকায় আগুন প্রতিরোধক প্রশিক্ষণ ও মহড়ার ব্যবস্থা করা, সেখানকার গুদাম ও কারখানাগুলো অন্য জায়গায় স্থানান্তর করা এবং প্রশস্ত রাস্তা নির্মাণ করা।

আর পড়তে পারেন