শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পহেলা মে শ্রমিকের সম্মানে

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৩০, ২০১৯
news-image

মোঃ তাজুল ইসলামঃ

শ্রমিকের ঘাম আর রক্ত, মিশে আছে সর্বত্র।
আমার জীবন সাজাতে, আমার জীবন বাঁচাতে,
আমার আভিজাত্যে, আমার বিলাসিতায়,
আমার সভ্যতায়, মান সম্মান ইজ্জতে,
এই মহাসাধকের ঋণে ডুবে আছে।

সারা জীবন ভোগইতো করে গেলাম,
তাঁদের এই ত্যাগের কথা কি একবারও ভাবিলাম?

অবকাঠামো নির্মানে, মাঠে ঘাটে শিল্পে,
পরিবহন, রাস্তাঘাট নির্মানে,
প্রযুক্তি, বিজ্ঞানের নব নব আবিস্কারে,
কত আর বলবো –!

জীবনের প্রতিটি পদক্ষেপে,
ত্যাগের মহিমায়, মানবতার কল্যাণে,
নিজকে বিলিন করে দিল যে,
সেইতো শ্রমিক,
মানব সভ্যতার আসল প্রেমিক।

গাহি তাঁর জয়গান,
করবোনা তাঁকে আর অপমান।
ঘাম শুকানোর আগেই
দিয়ে দিই তাঁর সম্মান।

লেখকঃ মোঃ তাজুল ইসলাম
সহকারী প্রধান শিক্ষক
ময়ূরা উচ্চ বিদ্যালয়
নাঙ্গলকোট, কুমিল্লা।
মোবাইলঃ ০১৭১৪৩১৪৬৮০.

আর পড়তে পারেন