বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পদুয়ারবাজার বিশ্বরোড থেকে বিজয়পুর পর্যন্ত সড়কের বেহাল দশা।

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৯, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা-চাঁদপুর সড়কের পদুয়ারবাজার বিশ্বরোড থেকে বিজয়পুর পর্যন্ত সড়কের বেহাল দশা। সামান্য বৃষ্টিতে গ্রামের কাদাঁ মাটির রাস্তায় পরিণত হয় এটি। যানবাহন থেকে শুরু করে মানুষের চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে।

সড়কটি যেন কাদা দিয়ে তৈরী,ইট বালির চিহ্ন নেই,প্রতিদিন কাদা মাটি দিয়ে পায়ে হেটে যাচ্ছে শতশত যাত্রী। শিক্ষিকা আফরোজা বেগম জানান, এই কুমিল্লা-চাঁদপুর সড়কের যাত্রিরা চরমভাবে অসহায়। পদুয়ার বাজার বিশ্বরোডের অপরিকল্পিত ফ্লাইওভার এর কারণে যানযট লেগেই থাকে। এছাড়া ফ্লাইওভার থেকে নামার পর  কাদামাটি যুক্ত রাস্তা, এই সড়কে যারা যাতায়াত করেন,তাদের চেয়ে রোহিঙ্গারাও অনেক ভালো আছেন। এই কষ্ট কেন আমরা পোহাচ্ছি? আর কতদিন কষ্ট করে চলাচল করবো ? কার কাছে জানতে চাইব?

আর পড়তে পারেন