শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নৌকার এজেন্টদের উপর হামলা ও কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৩১, ২০১৯
news-image

 

ডেস্ক রিপোর্ট :

উপজেলা পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের মোশাররফ হোসেনের এজেন্টদের উপর হামলা ও কেন্দ্রে প্রবেশে বাধা দেয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান কালামের সমর্থকদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে সোনারঁগা উপজেলায় বাড়ী মজলিস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এছাড়া স্থানীয় এমপি লিয়াকত হোসেন খোকার প্রভাব খাটিয়ে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে কালাম সমর্থকরা।
ডরহ ঝঅগঝটঘএ ঝ৯ ভৎড়স অসধুড়হ!
এঁবংং যিধঃ নড়ী ঃযব ঢ়ৎরুব!
খবধৎহ সড়ৎব

নৌকার পোলিং এজেন্ট এবং ভোটাররা অভিযোগ করে বলেন, নৌকার এজেন্টরা কেন্দ্রে প্রবেশ করতে চাইলে মারধর করে কাগজপত্র রেখে তাদেরকে গেইটের সামনে থেকে বের করে দিয়েছে ঘোড়া প্রতীক তথা কালামের সমর্থকেরা।

এ বিষয়ে থানা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘সকাল থেকেই আমাদের এজেন্টদের মারধর করে কেন্দ্রের বাইরে বের করে দেয়া হয়।’

প্রিজাইডিং অফিসার জানান, ‘আমি শুনেছি বাইরে কিছু একটা হয়েছে, তবে কেন্দ্রের ভিতরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাইরের পরিস্থিতি সম্পর্কে আমি কিছু জানি না।’

এছাড়া অন্যান্য কেন্দ্রগুলোতে সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানা যায়।

সোনারগাঁও উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি গাজী মজিবুর রহমান জানান, ‘সম্পূর্ণ সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে।’

 

আর পড়তে পারেন