মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নুসরাত হত্যার আসামি প্রিন্সিপাল সিরাজুদ্দৌলা কয়েদি পোষাকে ফাঁসির অপেক্ষায় দিন গুণছেন

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৯, ২০১৯
news-image

আশিকুর রহমান আশিকঃ

ফেনির নুসরাত হত্যার আসামি  প্রিন্সিপাল সিরাজুদ্দৌলা কুমিল্লা কারাগারে  সাদা-কালো কয়েদি পোশাকে জীবনপার করছেন । মানুষ গড়ার কারিগর এই শিক্ষক এখন হত্যাকান্ডের আসামি হয়ে কয়েদি পোষাকে ফাঁসির অপেক্ষায় দিন গুণছেন।  আসামি হয়ে হাতে হাতকড়া, পায়ে ডান্ডাবেড়ি, আর এক হাতে একটি ব্যাগ নিয়ে কুমিল্লা কারাগারে লাল দালানে যার বর্তমান অবস্থান হয়েছে।

প্রস্তুত হচ্ছে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চ। চোখের সামনেই আয়োজন হচ্ছে মৃত্যু মঞ্চের। নুসরাতকে যখন পুড়িয়ে হত্যা করেছিলেন কতটা যন্ত্রনা পেয়েছিল প্রতিবাদী মেয়ে মাদরাসার ছাত্রী নুসরাত।

প্রিন্সিপাল সিরাজুদ্দৌলার সাথে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আরো ১১ জন রয়েছেন যারা নুসরাত হত্যার আসামি।  যাদের জন্য অপেক্ষায় রয়েছেন ভয়ানক নামধারী একজন মানুষ, যার নাম দেয়া হয়েছে মহারাজার আমল থেকেই জল্লাদ।

আর পড়তে পারেন