শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নিপা ভাইরাস আতঙ্ক: খেজুরের রস পানে সতর্কতা

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৪, ২০২০
news-image

ডেস্ক রিপোর্টঃ

খেজুরের রস, শীতকালে এ দেশের মানুষের অত্যন্ত প্রিয় একটি পানীয়। তবে কয়েক বছর ধরে বাদুড়বাহিত নিপা ভাইরাসের কারণে মানুষের মৃত্যু হওয়ায় খেজুরের রস পান নিয়ে অনেকের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এজন্য খেজুরের রস পানে সতর্ক থাকার পাশাপাশি কিছু দিক-নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

‘নিপা ভাইরাস নিয়ে কোনো আতঙ্ক না, খেজুরের রস পানে দরকার সতর্কতা’ এই স্লোগানে প্রচারণা চালাচ্ছে স্বাস্থ্য বিভাগ।

খেজুরের কাঁচা রস পান না করে রস ফুটিয়ে খেতে বলেছে স্বাস্থ্য বিভাগ। তাদের প্রচারণার সঙ্গে একমত পোষণ করেছে কৃষি বিভাগও।

সরকারের এ বিভাগটি বলছে, গাছ কাটা থেকে রস নামানো পর্যন্ত গাছের নির্দিষ্ট স্থানটি ছোবড়া দিয়ে ঢেকে রাখার কথা। আর গাছের মাথায় রস নামানোর জন্য দেওয়া নালি অনেকটা নিচে নামিয়ে দেওয়ার পরামর্শও দিয়েছে।যাতে করে রাতের বেলা বাদুড় এসে নালি বা হাঁড়ির মুখে বসতে না পারে।এর ফলে গাছে বাদুড় বসতে পারবে না, যা নিপা ভাইরাস প্রতিরোধে সহায়ক।

আর পড়তে পারেন