শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

না ফেরার দেশে লাকসাম পৌর কাউন্সিলর শাহ আলম- এলজিআরডি মন্ত্রীর শোক প্রকাশ

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৪, ২০২০
news-image

 

সেলিম চৌধুরী হীরাঃ

“মৃত্যুর চাইতে সত্য এপৃথিবীতে আর কিছু নেই৷ মৃত্যুটাই শ্বাশত, মৃত্যুটাই সত্য। এই সত্যটাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই৷ কিন্তু কিছু মৃত্যু মনের মাঝে দাগ কাটে, অন্তরে ক্ষত সৃষ্টি করে, সমাজের অপূরনীয় ক্ষতি হয়, একটা শুন্যতার সৃষ্টি হয় যা সহজে পুরন হবার নয়। আল-হাজ্ব শাহ আলম কাউন্সিলর তেমনই একজন মানুষ ছিলেন। সে ছিল একজন সমাজ হিতোশী নিবেদিত মনের মানুষ।

রাত ১টার দিকে নিজ বাড়িতেই সে ইন্তেকাল করে (ইন্না-লিল্লাহি…….রাজিউন)।”

লাকসাম পৌরসভার ৩বার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শাহ আলম মঙ্গলবার রাত ১ঘটিকার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

মরহুমের মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, লাকসাম উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মরহুমের জানাযার নামাজ আজ দুপুর আড়াইটায় নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

আর পড়তে পারেন