শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে রাস্তা নির্মাণ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২২, ২০২০
news-image

 

কামাল হোসেন জনিঃ

কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার একটি আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে ।

পৌরসদরের হরিপুর গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়,ওই গ্রামের আবু বক্করের ছেলে জাহাঙ্গীর আলম কয়েক বছর পূর্বে মোবারক হোসেন, হাফেজ আবুল বশর ও তার মা ফিরোজা খাতুন থেকে ৬ শতক জমি ক্রয় করেন। গত ২৬ ডিসেম্বর জাহাঙ্গীর আলম তার স্ত্রীকে ওই বাড়ীর জমিটি দান করেন।বুধবার বাড়ীর বর্ধিত অংশ ভাঙতে গেলে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

তবে  স্থানীয় সোহেলের দাবী সরকারিভাবে বরাদ্দকৃত রাস্তাটি করার উদ্যোগ নিয়ে পুরো রাস্তার গাছপালাসহ বিভিন্ন  স্থাপনা পরিস্কার করা হয়। রাস্তার মূখে  স্থানীয় জাহাঙ্গীর আলমের ঘরের অংশ পড়ে সে এলাকাবাসী থেকে ছয় মাস নিয়েও তিনি কোন কিছু করে নাই। জনসার্থে বর্ধিত অংশ ভাঙতে গেলে তারা শ্রমিকদের বাধা দিলে হাতাহাতির ঘটনা ঘটে। আগামীকাল সার্ভেয়ার আমিন এসে পরিমাপ করবে।

আর পড়তে পারেন