শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগরে ২৫ মার্চ ভয়াল গণহত্যা স্মরণে আলোক যাত্রা ও মুক্তিযুদ্ধের পংক্তিমালা উচ্চারণ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৬, ২০১৮
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর :
ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে রবিবার রাতে ১৯৭১ সালের ২৫ মার্চ ভয়াল গণহত্যা স্মরণে উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণাঢ্য আলোক যাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

আলোক যাত্রা শেষে নবীনগর সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক গৌরাঙ্গ দেবনাথ অপুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। প্রভাষক মো. জাহিদুল হক জিকো’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, ব্রা‏হ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ নবীনগর (সার্কেল) চিত্ত রঞ্জন পাল, নবীনগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সামছুল আলম সাহন, পৌর মেয়র মো. মাঈন উদ্দিন, উপজেলা আ’লীগ নেতা এড. শিব সংকর দাস, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. আনিসুল হক মঞ্জু, আ’লীগ নেতা সামস আলম, নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, নবীনগর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম জনি প্রমূখ। আলোচনা শেষে সাংস্কৃতিক জোটের কর্মীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের পংক্তিমালা উচ্চারণ অনুষ্ঠিত হয়।

আর পড়তে পারেন