শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগরে শুরু হয়েছে ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৮, ২০১৭
news-image

মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর:
ব্রা‏‏‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সকল ইউনিয়নে পর্যায়ক্রমে সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ওয়ার্ড কমিটি নতুন করে সাজানোর কাজ শুরু হয়েছে। নাটঘর, সাতমোড়া, শিবপুর ও জিনোদপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রত্যেক ওয়ার্ডে (অর্থাৎ ৩৬টি ওয়ার্ডে) সন্মেলনের মাধ্যমে দলকে সু-সংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে  শেখ হাসিনার নেতৃত্বে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে এই কার্যক্রম। এই ধারাবাহিকতায় গতকাল জিনোদপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড (মেরকুটা) আওয়ামীলীগের প্রথম ওয়ার্ড সন্মেলন মেরকুটা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে হাজী কাইয়ুম মেম্বার সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সন্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নবীনগর উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সহ-সভাপতি ও নবীনগর আইনজীবি সমিতির সন্মানীত সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য এড.শিব শংকর দাস, জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য সাবেক এম.পি কাজী আকবর উদ্দিন সিদ্দিক সাহেবের সুযোগ্য সন্তান কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটো, সাবেক সফল ছাত্র ও যুবনেতা উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক সফল চেয়ারম্যান কাজী ইয়াবের হাসান জামিল,সাবেক সফল ছাত্র ও যুবনেতা উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরকার(ভাইস চেয়ারম্যান), উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান ভি পি,উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো:নাছির উদ্দিন,মহিলা সম্পাদিকা জনাবা স্বপ্না বেগম, পৌর আওয়ামীলীগ নেতা হারুনুর রশিদ, ইমতিয়াজ বেগ ইমন মাষ্টার প্রমুখ। আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা এনামুল হক সরকার, শাহ ওমর ফারুক, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো: ওমর ফারুক, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুল হাসান জেমস প্রমুখ।
সভাপতি হাজী রহিম মিয়া ও সাধারণ সম্পাদক মাখন মিয়া সর্বসম্মতি ক্রমে নির্বাচিত হন।

আর পড়তে পারেন