শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগরে বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত, আটক ৪

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৭, ২০১৯
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর ঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ৭ নভেম্বর পালন করতে গিয়ে বৃহস্পতিবার সকালে বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সেক্রেটারীসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ নভেম্বর পালন উপলক্ষে সদ্য অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল থেকে পদত্যাগ করা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হযরত আলী ও পৌর ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম রুবেলের নেতৃত্বে স্থানীয় সমবায় মার্কেটে থাকা দলীয় কার্যালয়ে ছাত্রদলের উদ্যোগে সকাল ১০টায় একটি আলোচনা সভার আয়োজন করে। একই সময়ে একই স্থানে উপজেলা বিএনপির উদ্যোগেও আরেকটি আলোচনা সভার আয়োজন করা হয়। কিন্তু সভার প্রাক্কালে দু’গ্রুপে প্রচন্ড সংঘর্ষ বাঁধায় শেষ পর্যন্ত দুটি সভাই পন্ড হয়ে যায়। এ সময় প্রতিপক্ষের হামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জুসহ পাঁচজন আহত হয়েছেন।

পুলিশ এ ঘটনায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, বিএনপি নেতা জহিরুল ইসলাম, বিল্লাল হোসেন ও জুনাইদকে আটক করেছে।

নবীনগর থানার ওসি রনোজিত রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের কুমিল্লাকে বলেন, সংঘর্ষের ঘটনায় এই ৪ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

আর পড়তে পারেন