শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে অভিযান, ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৩, ২০১৮
news-image

 

মো. দেলোয়ার হোসেন, নবীনগর :

মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর বাজারে উপজেলা সহকারী ভূমি কমিশনার জেপি দেওয়ানের নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে নবীনগরে বিভিন্ন হোটেলসহ কাপড়ের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান।

এসময় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং ধার্যকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত হারে পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় বন্ধন বস্ত্রালয়কে দশ হাজার, বাবুল মিয়া তিন হাজার, নাছির মিয়া পাঁচ হাজার, নুরজাহান হোটেল দুই হাজার, সৈনিক হোটেল পাঁচ হাজার, ইসমাইল মুদি দোকান পাঁচ হাজার এবং মাছ ব্যবসায়ী গৌরাঙ্গ চন্দ্র বর্মনকে পাঁচশত টাকা টাকা জরিমানা করা হয়। বাজার মনিটরিং টিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রতিবারের ন্যায় এবারো মনিটরিং কমিটি মাঠ পর্যায়ে কাজ করবে।

এসময় নবীনগর থানা পুলিশ বাহিনীর সদস্যগণ মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করেন।

আর পড়তে পারেন