শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগরে ‘কর্মবীর’ উপাধি দিয়ে এলজিইডি’র তত্বাবধায়ক প্রকৌশলী বিপুল বণিককে সংবর্ধনা

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৮, ২০১৯
news-image

 

মো. দেলোয়ার হোসেন, নবীনগর ঃ
ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুরে এক জমকালো অনুষ্ঠানে এলাকার কৃতী সন্তান এলজিইডি’র তত্বাবধায়ক প্রকৌশলী বিপুল বণিককে ‘কর্মবীর’ উপাধি দিয়ে সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার রাতে উপজেলার লাউর ফতেহপুর গ্রামের দক্ষিণ বণিক পাড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটি আয়োজিত ‘শারদ সন্ধ্যা ও প্রীতি সম্মেলন’ অনুষ্ঠানে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধকালীন কমান্ডার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধিত কর্মবীর বিপুল বণিকের হাতে ‘সম্মাননা স্মারক’ তুলে দেন।

পূজা কমিটির সভাপতি প্রদীপ বণিকের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্যোক্তা সাংবাদিক অভিজিত বণিক। সিনিয়র সাংবাদিক মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল বাকী, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, কেন্দ্রীয় যুবলীগ নেতা কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটো, পুজা উদযাপন পরিষদের সভাপতি অজন্ত ভদ্র, সহ সভাপতি গৌরাঙ্গ দেবনাথ অপু, সাধারণ সম্পাদক বিনয় চক্রবর্তী, সাংবাদিক জসিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে স্ব স্ব অবদান রাখায় এলাকার বেশ কয়েকজ বিশিষ্টজনকে ‘সম্মাননা স্মারক’ দেয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে টেলিভিশনের কণ্ঠশিল্পী আবদুল আলীমসহ বিশিষ্ট কণ্ঠশিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

আর পড়তে পারেন