বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নতুন কমিটির অযোগ্য নেতৃবৃন্দকে কুমিল্লায় ছাত্রদলের কোন কর্মকান্ডে অংশগ্রহণ করতে দেয়া হবে না – ইউসুফ মোল্লা টিপু

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৫, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টারঃ
মহানগর ও জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি থেকে ১১ জনের পদত্যাগের বিষয়ে কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, ত্যাগি ও মেধাবিদের বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিদের দিয়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। তাই আমাদের ছাত্রনেতারা পদত্যাগ করেছেন । একটি এলাকাকে কেন্দ্র করে দুটি পকেট কমিটি করা হয়েছে । কমিটিগুলো আতœীয়দের নিয়ে করা হয়েছে। এখানে যোগ্যতার মূল্যায়ণ করা হয়নি। যারা পদত্যাগ করেননি, তাদেরকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে এবং তাদেরকে কুমিল্লায় ছাত্রদলের কোন কর্মকান্ড করতে দেওয়া হবে না। আমাদের দাবি, পুরো কমিটি বাতিল করে রাজপথের সৈনিকদের, ত্যাগি ও মেধাবিদের সমন্বয়ে নতুন করে আবার কমিটি ঘোষণা করতে হবে।

মঙ্গলবার (৫ জুন) রাত সাড়ে ৯ টায় মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে কুসিক মেয়র মনিরুল হক সাক্কু সমর্থিত ৬ জন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াছিন গ্রুপ সমর্থিত ৫ জনসহ ১১ জন প্রত্যাশিত পদ না পাওয়ায় নগরীর কান্দিরপাড়ের জেলা বিএনপির পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে পদত্যাগ করেছেন । পরে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা পার্টি অফিসের চেয়ার-টেবিল ভাংচুর করেন। এর আগে একই দিন বিকেলে ১৫ সদস্য বিশিষ্ট কুমিল্লা মহানগর ও ১১ সদস্য বিশিষ্ট দক্ষিণ জেলা ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়।

আর পড়তে পারেন