বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নগরীর ১৪নং ওয়ার্ডে বিট পুলিশিং কার্যক্রম উদ্ধোধন করেন অতি: পুলিশ সুপার

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৭, ২০২০
news-image

সেলিম সজীবঃ

“পুলিশ হবে জনগণের প্রথম ভরসার স্থল” বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শকের এমন বাণীকে সামনে রেখে মঙ্গলবার সন্ধ্যায় ১৪নং ওয়ার্ডে বিট পুলিশিং সংক্রান্তে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ারুল হক, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর যুবলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন চকবাজার পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সৈয়দ মো: জাকির হোসেন পিপিএম, মহানগর আওয়ামীলীগের সদস্য মো: জাহাঙ্গীর হোসেন, ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নূরজাহান বেগম পুতুল।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মো: হোসেন মিনু ও ফরিদ উদ্দিন আহমেদ।

এছাড়াও ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক আজাদসহ ওয়ার্ডের নানান পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভাটির সভাপতিত্ব করেন ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ।

আর পড়তে পারেন