শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নগরীর রাজগঞ্জ থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ ৩ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৯, ২০১৭
news-image

 

প্রেস বিজ্ঞপ্তিঃ

নগরীর রাজগঞ্জ থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ ৩ জন আটক  করা হয়।

গত ৮ নভেম্বর এসআই মোঃ সহিদুল ইসলাম পিপিএম, এসআই মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম, এসআই/মোঃ নজরুল ইসলাম,এএসআই নন্দন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনাকালে রাত্র ২২:৩০ ঘটিকার সময় কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন, রাজগঞ্জ সাকিনস্থ কান্দিরপাড় – চকবাজার রোডের ফল বাজারের রাজমনি হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে রাস্তায় পৌছা  মাত্রই অবস্থানরত একটি নীল রংয়ের পিকআপ গাড়ী, যাহার রেজি নং- ঢাকা মেট্রো-ন-১১-৪২৬১ এর চালক সহ তাহার পাশে বসে থাকা অপর একজন ও তাহাদের সহযোগী অন্য একজন দৌড়াইয়া পালানোর চেষ্টা কালে জেলা গোয়েন্দা পুলিশ পিকআপ গাড়ীর চালক আসামী (১) মোঃ জাবেদ  আক্কাছ [চালক](২৫), পিতা- নুর মোহাম্মদ, মাতা-মৃত দেলোয়ারা বেগম, সাং-চেইটং (ফজুর পাড়া), থানা-পেকুয়া, জেলা-কক্সবাজার এবং তাহার পাশে পিকআপ গাড়ীতে বসে থাকা আসামী (২) মোঃ আবু সৈয়দ @ সাঈদ (৩২), পিতা- মৃত মফিজুর রহমান, মাতা-সাজেদা বেগম, সাং-মুসলিমনগর (মোহসেনার বাড়ী), ওয়ার্ড নং-০১, ইউপি- কাকরা, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজারসহ তাহাদের সহযোগী আসামী (৩) মোঃ সেলিম মিয়া (৪২), পিতা- মৃত খোরশেদ মিয়া, মাতা-শাহারা বেগম, সাং-চাঁনপুর (পশ্চিম পাড়া-সর্দার বাড়ী), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা দেরকে আটক করে।

এসময় ডিবি পুলিশ উপস্থিত লোকজনদের সম্মুখে ধৃত আসামীদের ও পিকাপ গাড়ীর ভিতর তল্লাশী করিয়া সর্বমোট ৫০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার উদ্ধার পূর্বক ৮ নভেম্বর ২০১৭খ্রিঃ বেলা ২৩.০০ ঘটিকার সময় জব্দ করেন।

এই ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এস.আই মোঃ নজরুল ইসলাম বাদী হয়ে এজাহার দায়ের করিলে কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।

আর পড়তে পারেন