বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশ চালানোর টাকা নেই: ইমরান খান

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৬, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

দেশের অর্থনীতিকে শক্তিশালী করাকে সবচেয়ে অগ্রাধিকার দিচ্ছে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। এ জন্য সরকার যেমন জনগণের পাশে আছে তেমনি জনগণকেও সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

দেশটির আমলাদের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। আমলাদের ওই অনুষ্ঠানে ইমরান খান বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সরকারের কাছে দেশ চালানোর মতো টাকাই নেই।

পাকিস্তান বর্তমানে ঋণের বোঝায় ডুবে আছে মন্তব্য করে তিনি বলেন, পাকিস্তানকে ঋণের বোঝা থেকে বেরিয়ে আসতেই হবে। আমাদের নিজেদের ও দেশের দ্রুত পরিবর্তন প্রয়োজন। তিনি আরও বলেন, সরকার যেমন সাধারণ মানুষের দায়িত্ব নেবে, ঠিক তেমনই সাধারণ মানুষকেও সরকারকে আপন করে নিতে হবে। হয়তো আল্লাহ পরিবর্তন চেয়েছেন বলেই এই সমস্যায় ফেলেছেন।

আর পড়তে পারেন