শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে নতুন বছরকে বরণ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৪, ২০১৮
news-image

মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বারঃ
পুরাতন বছরের কালিমা মুছে দিয়ে নতুন বছর ১৪২৫ সনকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা’র মধ্যে দিয়ে মহাআনন্দে শনিবার সকালে বরণ করে নিল উৎসুক জনতা দেবিদ্বারের শিশু , আবাল ও বৃদ্ধা সহ সব বয়সের পেশাজীবি মানুষ। সকলে’র একই কন্ঠে এসো এসো হে বৈশাখ কে বরণ করে নিতে দেবিদ্বার উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা সংস্থা ও দেবিদ্বার উপজেলার বিভিন্ শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক পৃথক ভাবে শনিবার সকালে বৈশাখী র‌্যালী, মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পান্তা ভাত, মাছভাজা, ভর্তা ও নানা আয়োজন এর মধ্যে দিয়ে বরণ করে নিল নতুন বছরকে।

ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪( দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী।

এদিকে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্টানে এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামসুন্নাহার, কুমিল্লা জেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য ও কুমিল্লা জেলা আওয়ামীলীগের মহিলা সভানেত্রী শিরিন সুলতানা , দেবিদ্বার উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সুফিয়া বেগম, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান দেবিদ্বার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আবদুস সামাদ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক, দেবিদ্বার মফিজ উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান মজিবসহ সাংবাদিক,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষকা ,উপজেলা শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীসহ সকল পেশার মানুষ র‌্যালীতে অংশ নেয় প্রমুখ । এদিকে বাংলার সংস্কৃতি হিসেবে নতুন বছরকে ভিন্ন সাজে বরণ করতে উপজেলা পরিষদ মাঠে ২দিন ব্যাপী বর্ষবরণ মেলা অনুষ্ঠিত হয় ওই মেলা প্রায় ৩০টি ষ্টল নিয়ে বসে মেলা। মহা আনন্দ উৎসবে হাজারো মানুষের ঢলে ভরে উঠে বর্ষবরণ মেলা।

আর পড়তে পারেন