শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৮, ২০১৮
news-image

মো. জামাল উদ্দিন দুলাল:

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের স্মরনে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার বিকেলে উপজেলা এ বি এম গোলাম মোস্তফা স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

খেলায় দেবিদ্বার (সদর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ৪-০ গোলে এগিয়ে থেকে গুনাইঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপর দিকে বারুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ১-০ গোলে বাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
উপজেলা নির্বাহী অফিসার রবীন্দ্র চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -৪ ( দেবিদ্বার ) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ জয়নাল আবেদিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা খগেন্দ্র চন্দ্র সরকার, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি হাজী আবুল কাশেম ওমানী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আবদুস সামাদ, মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আবদুল হক খোকন, সাবেক ছাত্রলীগ সভাপতি ও প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান ভূইয়া, দেবিদ্বার সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহেলা মজুমদার সহ আরো অনেকে প্রমূখ। এদিকে খেলা শেষে বিজয় দলের হাতে পুরুষ্কার তুলে দেন উপস্থিত অতিথি বৃন্দ।

আর পড়তে পারেন