শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে গঙ্গামন্ডল কলেজের নব নির্মিত ভবনের উদ্বোধন ও মুজিববর্ষ উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২০, ২০২০
news-image

মো. জামাল উদ্দিন দুলাল,দেবিদ্বারঃ

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা ফতেহাবাদ গঙ্গামন্ডল কলেজ’র নবনির্মিত ভবন এর উদ্বোধন ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার বেলা ১১টায় অত্র প্রতিষ্ঠানরে হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

গঙ্গামন্ডল মডেল কলেজ’র নবনির্মিত ভবন এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।

সভাপতি মো. মফিজুল ইসলাম সরকারের সভাপতিত্বে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও বক্তব্য রাখেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান, দেবিদ্বার উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল আনোয়ার, গঙ্গামন্ডল মডেল কলেজ প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী সরকার, গঙ্গামন্ডল ফাউন্ডেশন সাধারন সম্পাদক মো. আবদুল আউয়াল ভূইয়া, দেবিদ্বার উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মো. বাবুল হোসেন রাজু, কেন্দ্রিয় ছাত্রলীগ সাবেক সদস্য ও জাফরগঞ্জ মীর আবুদল গফুর কলেজ এর প্রভাষক মো. সাইফুর ইসলাম শামীম, স্থানীয় ইউপি চেয়ারম্যান খন্দকার এম এ ছালাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক কামরুজ্জামান মাসুদ, গঙ্গামন্ডল মডেল কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. পলাশ ভূঞাঁ সহ আরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন মাহফুজুর রহমান।

এসময় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর আদশের্কে লালন করে দেশের কল্যাণে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনা সরকার দেশে অনেক উন্নয়ন করছেন। বড় ভবনের শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কিন্তু প্রতিষ্ঠানে যদি ভালো মানের শিক্ষা না হয় তাহলে বড় ভবনের কোন মুল্যে নেই। তাই শিক্ষার মান উন্নয়ন রাখতে হবে এবং সকলে মিলে ভবনকে রক্ষা করতে হবে।

আর পড়তে পারেন