বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে অসহায় দুস্থ অগ্নিকান্ড, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ডেউটিন ও চেক বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৯, ২০১৭
news-image

মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার ঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে বুধবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসন মাঠ প্রাঙ্গনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় কর্তৃক বরাদ্ধকৃত অসহায় দুস্থ অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ডেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা’র সভাপতিত্বে ওই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা -৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী ও জেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য শিরিন সুলতানা।

দেবিদ্বার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইউনুছ মিয়া’র সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মো. শাহজাহান সরকার, দেবিদ্বার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুস সামাদ, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি হাজী আবুল কাশেম ওমানী, সাধারন সম্পাদক মো. বাবুল হোসেন রাজু, উপজেলা সেচ্ছা সেবকলীগ নেতা সহিদুল্লাহ খাজা, সাবেক ছাত্রলীগ সভাপতি ও প্রভাষক মো. সাইফল ইসলাম শামীম,কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি অনিক, ইউপি চেয়ারম্যান মো. আবদুল হাকিম, মো. সোহরাব হোসেন, মো. আবদুছ সালাম, উপজেলা ছাত্রলীগ আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল সহ আরো অনেকে প্রমূখ।

এদিকে উপজেলা’র অসহায় দুস্থ অগ্নিকান্ড, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৯৪জন’র মাঝে ১২৫ বান্ডিল ডেউটিন ও প্রতি বান্ডিল সাথে ৩হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে।

 

আর পড়তে পারেন