বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দূষণেও হতে পারে ডায়াবেটিস

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৪, ২০১৯
news-image

ডেস্ক রিপোর্ট :

অস্বাস্থ্যকর খাবার থেকে ওবেসিটি, রাতজাগা থেকে মানসিক উদ্বেগ, এমন অনেক কারণকেই ডায়াবেটিসের জন্য দায়ী করে থাকেন চিকিত্‍‌সকরা। কিন্তু কখনোই দূষণের কথা বলেন না। এর আগে কোথাও, কোনো জার্নালে বা গবেষণায় ডায়াবেটিসের জন্য দূষণকে কাঠগড়ায় তোলা হয়নি। ফলে দূষণের সঙ্গে রক্তশর্করার সম্পর্ক অজানই ছিল এতদিন।

সম্প্রতি চীনা গবেষকরা দাবি করেন, ডায়াবেটিসের সঙ্গে দূষণের সম্পর্ক রয়েছে।
৮৮ হাজার চিনা যুবক-যুবতীর উপর গবেষণা চালিয়ে তারা এই সিদ্ধান্তে আসেন। তাঁরা বলছেন, বায়ুতে দূষণসৃষ্টিকারী চগ২.৫-এর মাত্রা যত বাড়বে, ডায়াবেটিসের ঝুঁকিও সেই হারে বাড়বে। অর্থাত্‍‌ বায়ুদূষণ যেখানে যত বেশি, সেখানে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যাও বেশি।

২০০৪ থেকে ২০১৭ পর্যন্ত এই সমীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে গবেষক দলটি। বেজিংয়ের ফুয়াই হাসপাতালের বিশেষজ্ঞদের সঙ্গে এই গবেষণায় শামিল হয়েছিলেন আমেরিকার এমোরি ইউনিভার্সিটির একটি দলও। গবেষকরা আশাবাদী, তাদের এই গবেষণা ভবিষ্যতে ডায়াবেটিস নিয়ন্ত্রণের রূপরেখা তৈরিতে সাহায্য করবে।

আর পড়তে পারেন