শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন মিরাজ

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৩, ২০১৬

11-02-16-ICC Under 19 World Cup Bangladesh VS West Indies-9
ক্রীড়া প্রতিবেদক : দূত্যি ছড়িয়ে যাচ্ছেন যুবা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। উইকেট শিকারে শীর্ষে থাকা এ অলরাউন্ডার ব্যাট হাতেও দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন। যুব বিশ্বকাপের চলতি আসরে পরপর তিনটি হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন ডানহাতি এ ব্যাটসম্যান।

শনিবার মিরাজ শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তুলে নেন ৫৩ রান। এর আগে দুই ইনিংসে তার রান ছিল ৬০ ও ৫৫*।

এক হিসেবে একটি মিরাজের ধারাবাহিক চতুর্থ হাফসেঞ্চুরি। ৩১ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে ৫১ রানের ইনিংস খেলার পর নামিবিয়ার বিপক্ষে মাঠে নামার সুযোগই পাননি। পরের দুই ম্যাচে নেন দুটি হাসেঞ্চুরি।

ফতুল্লায় লঙ্কানদের বিপক্ষে ৫৩ রানের ইনিংস খেলে নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। বিশ্বকাপে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের টানা তিন হাফসেঞ্চুরির রেকর্ড নেই। মিরাজই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টানা তিন হাফসেঞ্চুরির রেকর্ড গড়লেন।

তবে যুব ওয়ানডেতে টানা তিন হাফসেঞ্চুরির রেকর্ড আছে নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের্। শান্ত শ্রীলঙ্কার বিপক্ষে গত বছর টানা তিন ম্যাচে করেছিলেন ৬৯, ৫০ ও ৯২। এ ছাড়া মেহেদী হাসান মিরাজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচে করেছিলন ৬৩, ৫৭ ও ৬১।

আর পড়তে পারেন