বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দূর্নীতিবাজদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান সারাদেশেই অব্যাহত থাকবে: শিক্ষামন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টার:
অন্যায়কারী ও দুর্নীতিবাজদের সাথে সরকার সম্পর্ক রাখবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মঞ্চে আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসবের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‍‌‍‍‍‌‌‘পদক্ষেপ বাংলাদেশ’–এর চাঁদপুর জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেন, অন্যায়কারী ও দুর্নীতিবাজদের সঙ্গে রক্তের সম্পর্ক হোক, আর বন্ধুত্বের সম্পর্ক হোক, শেখ হাসিনা সরকার তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। সব অন্যায়কারী ও দুর্নীতিবাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সরকার সব সময়ই যেকোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে সক্রিয় ছিল। তারই আলোকে দেশের উন্নয়নের লক্ষ্যে দেশে শুদ্ধি অভিযান চলছে। দলমত-নির্বিশেষে এই শুদ্ধি অভিযান সারা দেশে অব্যাহত থাকবে।

কোনো দল দেখে শুদ্ধি অভিযান চালানো হয় না বলে উল্লেখ করে দীপু মনি বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ কোন্ দলের, তা শেখ হাসিনা দেখেন না। তিনি যেভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন, দেশের মানুষ তাঁকে সমর্থন দিয়ে যাচ্ছেন। ক্যাসিনো থেকে শুরু করে সব স্তরের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা রয়েছে। এতে কেউই ছাড় পাবে না। এই শুদ্ধি অভিযান শুধু ঢাকা শহরে নয়, চাঁদপুরসহ সারা দেশেই অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী চাঁদপুর জেলা আওয়ামী লীগের নতুন অফিস ভবন উদ্বোধন করেন। ‘পদক্ষেপ বাংলাদেশ’ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুক্তা পীযুষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, চাঁদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী প্রমুখ। এসময় প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন