বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দুর্যোগ প্রতিমন্ত্রীর কি কাণ্ড করে প্রধানমন্ত্রীর ভৎসনা খেলেন ?

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১০, ২০২০
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

গতকাল মন্ত্রিসভার বৈঠকে এক কাণ্ড করে প্রধানমন্ত্রীর ভৎসনা খেলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। মন্ত্রিসভার বৈঠক শেষ হয়েছে, সবাই উঠে চলে যাচ্ছেন, সে সময় দাড়িয়ে দুর্যোগ প্রতিমন্ত্রী বললেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমার একটা কথা আছে। ’

প্রধানমন্ত্রী বললেন, ‘আজ না।’ দুর্যোগ প্রতিমন্ত্রী বললেন, ‘বিষয়টি একটু জরুরি, ১ মিনিট লাগবে।’ প্রধানমন্ত্রী আবার বসলেন। এ সময় দুর্যোগ প্রতিমন্ত্রী বললেন যে, ‘আমরা গৃহহীনদের ঘর দেওয়ার কাজ শুরু করেছি। এটা টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া থেকে শুরু করেছি।’ প্রধানমন্ত্রী শুনেতো তাজ্জব! তিনি বললেন, আমার এলাকায় ঘর বানাচ্ছেন আর আমি জানি না? দুর্যোগ প্রতিমন্ত্রী বললেন, ‘২৮০০ ঘর বানাচ্ছি।’ এ কথা শুনে প্রধানমন্ত্রীর ভিড়মি খাওয়ার অবস্থা। তিনি বললেন,‘২৮০০ ঘর আমার এলাকায়! এত গৃহহীন পেলেন কোথায়? এটা তো চড় বা উপকূল এলাকা নয়। কার সঙ্গে কথা বলে এটা করেছেন? আমার এলাকায় করেছেন আমি জানলাম না!’ তখন থতমত খেলেন দুর্যোগ প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী প্রশ্ন করলেন, ‘এ তালিকা কে দিলো আপনাকে?’

তখন দুর্যোগ প্রতিমন্ত্রী চুপ। প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে নির্দেশ দিলেন,‘এটা বাতিল করতে হবে।’ তিনি বললেন,‘আমাকে না দেখিয়ে আমার এলাকায় গৃহহীনদের জন্য ঘর বরাদ্দ করছেন, কাকে দিচ্ছেন কি দিচ্ছেন আমিতো জানি না।’ তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী এই কর্মসূচী বাতিল করে বললেন, ‘আমরা বসবো। বসে সিদ্ধান্ত নিয়ে তালিকা তৈরী করে এই কাজ করবো।’ প্রধানমন্ত্রীর এমন ভৎসনায় চুপছে গেলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

মন্ত্রীদের অতি উৎসাহ নিয়ে প্রধানমন্ত্রী ইদানিং প্রায়ই বিরক্ত এবং ক্ষুব্ধ হচ্ছেন। তার একটি প্রকাশ ঘটলো এই ঘটনায়।

সূত্রঃ বা.ইন

আর পড়তে পারেন