শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দি পৌরসভা লকডাউন

আজকের কুমিল্লা ডট কম :
মে ৩০, ২০২০
news-image

 

জাকির হোসেন হাজারী:
কুমিল্লার দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন ও দুজন কাউন্সিলরসহ ছয়জন করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছে। আক্রান্ত সবাই পৌরসভার বাসিন্দা হওয়ায় শুক্রবার রাতে পৌরসভার সম্পুর্ণ এলাকাকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম খান সাক্ষরিত গণবিজ্ঞতির মাধ্যমে এ লকডাউন করা হয়। জনস্বার্থে বিভিন্ন বিধি নিষেধ উল্লেখসহ পৌর এলাকার জরুরী সরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ লকডাউনের আওতামুক্ত থাকবে বলে গণবিজ্ঞতিতে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম খান জানান।

উপজেলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহিনুল আলম সুমন জানান, শুক্রবার(২৯ মে) দাউদকান্দিতে নতুন করে সর্বোচ্চ ছয়জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এনিয়ে মোট ২৫জন আক্রান্ত হয়েছে, এরমধ্যে সুস্থ্য হয়েছে ১১জন।

আর পড়তে পারেন