বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দির গৌরীপুর বাজারে মানুষের ঢল, মানছে না সামাজিক নিরাপদ দূরত্ব

আজকের কুমিল্লা ডট কম :
মে ১২, ২০২০
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে অতীতের ঈদ বাজারের আমেজ চলছে বর্তমানে। মহামারি করোনা ভাইরাস এর প্রকোপ সারাদেশজুড়ে। এই উপজেলায়ও ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত।  তারপরেও মানুষ নিরাপদ দূরত্ব মানছে না। হুমকি খেয়ে পড়েছে পোষাক দোকানগুলোতে। ফলে করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশংকা করছেন স্থানীয় সচেতন মানুষেরা।

স্থানীয় আলমগীর খান জানান, মানুষ কেন যে নির্বোধের মত কাজ করছে। উপজেলা প্রশাসন বার বার চেষ্টা করেও  মানুষকে সচেতন করতে পারছে না। একবার ঈদের পোষাক না কিনলে কি এমন ক্ষতি হবে। আমরা ভয় পাচ্ছি করোনা এই উপজেলায় মহামারি আকার ধারণ করে কি না ?

এ বিষয়ে জানতে দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খানের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

কুমিল্লা জেলায় আজ মঙ্গলবার নতুন করে আরো ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । এই পর্যন্ত জেলায় মোট ১৫৯ জন আক্রান্ত হয়েছেন । আজ নতুন করে ১ জন সুস্থ্য হয়েছে। এ নিয়ে মোট ৩৩ জন সুস্থ্য হয়েছে। মৃত্যুবরণ করেছেন ৮ জন।

 

আর পড়তে পারেন