মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১২, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কয়েক মাস পূর্বে ইভটিজিং ও সন্ত্রাসী কর্মকান্ডের খবর প্রকাশের জের ধরে শনিবার রাত সাড়ে ৮ টায় দাউদকান্দি বাজারস্থ নিজ বাসায় ফেরার পথে আগে থেকে ওৎ পেতে থাকা ৮/৯ জনের একদল দুবৃত্ত দৈনিক আমাদের সময় পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি মোহাম্মদ আলী শাহীনের ওপর অতর্কিত হামলা করে। শোরগোল শুনে তার ছেলে দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মশীহ আলী নাফে এগিয়ে আসলে তার ওপরও হামলা চালায় তারা। তাদের আত্ম চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থাল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্স(গৌরীপুর) নেয়া হলে কর্তব্যরত আবাসিক চিকিৎসক শাহীনুর আলম সুমন তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

হামলার খবর পেয়ে আহত সাংবাদিককে দেখতে রাতেই হাসপাতালে যান সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) মহিদুল ইসলাম ও দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ আলমগীর হোসেন।

এদিকে ঘটনা সংশ্লিষ্টদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজ ১২ আগষ্ট রবিবার দাউদকান্দি যারিফ আলী শিশু পার্কের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ প্রতিবাদ সমাবেশে একাত্ততা ঘোষণা করেন গৌরিপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ মমিনুল ইসলাম। এতে বক্তব্য দেন, সাংবাদিক নেতা আঃ করিম সরকার (বাংলাদেশ প্রতিদিন), হানিফ খান(নয়া দিগন্ত), রাশেদুল ইসলাম লিপু(সমকাল), কবির হোসেন(সমকাল), জাকির হোসেন হাজারী(ভোরের কাগজ), শামীম রায়হান(জনকন্ঠ), এস এম সালাহ উদ্দিন(বাংলাদেশের খবর), জহিরুল ইসলাম জিলু(মাই টিভি), সৈয়দ শরীফ আহম্মেদ(মোহনা টিভি),শরীফ প্রধান(দাউদকান্দি প্রতিদিন), মামুনুর রশিদ, মোশায়ারা আক্তার, শহীদুল্লাহ সাদা, সাহিদা আক্তার, এম এ সালাম, সেলিম আহমেদ, মুক্তার হোসাইন, শাহাদাত হোসেন সাকু প্রমুখ।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান,ঘটনার সাথে জড়িত রমজান নামে এক জনকে রাতেই গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আর পড়তে পারেন