মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১২, ২০১৭
news-image

 

জাকির হোসেন হাজারী,দাউদকান্দিঃ
“স্বাস্থ্য-পুষ্টি-অর্থ চাই, দেশী ফলের গাছ লাগাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে দাউদকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া এমপি প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন। পরে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল-আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্ত্যব রাখেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া এমপি। এ সময় কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক ড. শাহীনুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল করিম ভূইয়া, প্যানেল মেয়র ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো: রকিবউদ্দিন রকিব প্রমূখ উপস্থিত ছিলেন। পরে মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া এমপি’র নেতৃত্বে একটি র‌্যালী পৌর সদরের প্রধান সড়কগুলোতে প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। বৃক্ষ মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে । মেলায় ১২টি স্টল রয়েছে।

আর পড়তে পারেন