শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে পল্লী বিদ্যুৎ সমিতির উঠান বৈঠক

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৩, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকেলে জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই হাজারী বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকের প্রতিপাদ্য বিষয় ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী মুজিববর্ষকে সামনে রেখে গ্রাহকদের বিশেষ সেবা দেয়া। নামমাত্র মূল্যে দ্রুত সময়ের মধ্যে নতুন মিটার সংযোগ দেয়া। এ ছাড়া গ্রাহক হয়রানঅ নির্মুল, দালাল প্রতিরোধ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উঠান বৈঠকে সমিতির গ্রাহকরা তাদের সমস্যাগুলো তুলে ধরেন। বিদ্যুৎ ব্যবহারকালে অনাকাঙ্খিত দুর্ঘটনা প্রতিরোধ নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা সমস্যা সমাধানের আশ্বাস দেন। ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে আব্দুল কুদ্দুস মুন্সি মিটার পাইতে জটিলতার কথা বললে চেয়ারম্যানের উপস্থিতিতে তাৎক্ষনিক পল্লী বিদ্যুতের “আলোর ফেরিওয়ালা” ভ্যান গাড়ির মাধ্যমে তাঁর ঘরে মিটার সংযোগ দেয়া হয়। এ উঠান বৈঠক নিয়মিত আয়োজনের দাবি জানান স্থানীয় লোকজন।

গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম সরকারের সভাপতিত্বে সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌঃ মোহাম্মদ আলী হোসেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের “আমার গ্রাম আমার শহর” বাস্তবায়নে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ কতৃক পেন্নাই গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করেন।

দাউদকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, কুমিল্ল পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) বুলবুল আহম্মেদ, গৌরীপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মমিনুল হকসহ সমিতির কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় লোকজন বৈঠকে উপস্থিত ছিলেন ।

আর পড়তে পারেন