শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে পত্রিকা বিক্রি বন্ধ: মানবেতর জীবনযাপন কর্মহীন হকারদের

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১, ২০২০
news-image

 

জাকির হোসেন হাজারীঃ
করোনা ভাইরাসের প্রভাবে স্কুল, কলেজ, সরকারী বেসরকারী অফিস খোলা না থাকায় পত্রিকা বিক্রী বন্ধ হয়ে যায় কুমিল্লার দাউদকান্দিতে। চলমান এই পরিস্থিতিতে এখানকার ১৫ জন পত্রিকা বিক্রেতা কর্মহীন হয়ে পরিবার নিয়ে অসহায় জীবন পার করছেন।

দাউকান্দি পৌরসভার জাকির, গৌরীপুরের এনামুলসহ একাধিক পত্রিকা বিক্রেতা বলেন, আমরা দিন মজুরের মতো, পত্রিকা বিক্রী হলে ভাত খাই, না হলে শুধু পানি খেয়েই দিন পার করতে হয় আমাদের। ঝড় বৃষ্টিতে ভিজে চেয়ারম্যান মেম্বর, এমপিসহ সবার হাতে দেশ বিদেশের সকল খবর বিলি করলেও কোন দুর্যোগের সময়ই আমাদের খবর কেই নেয় না। এখন পত্রিকা বিলি বন্ধ থাকায় আমাদের এক প্রকার না খেয়েই দিন পার করতে হচ্ছে। যার আছে সে পায়, যার নাই সে কখনো পায় না। যে কোন দুর্যোগের সময়ই আমাদের খবর কেউ রাখেনা।

দাউদকান্দি নাগরিক ফোরামের আহবায়ক অধ্যাপক মতিন সৈকত বলেন, ৬/৭টি জাতীয় দৈনিক পত্রিকার নিয়মিত নিয়মিত গ্রাহক আমি । বিশ্বের এই সংকট মুহুর্তে গত কয়েকদিন যাবৎ পত্রিকা পড়তে পারছিনা। টিভির খবর মুখরোচকের মতো, আর পত্রিকার খবর পড়ে তৃপ্তি পাওয়া যায় সেই সাথে সংরক্ষনেও রাখা যায়। দাউদকান্দিও হকারদের দুর্দিনে উপজেলা প্রশাসন ও সমাজের বিত্তবানসহ পত্রিকার মালিকদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

গত ২৬ মার্চ থেকে টানা ১০ দিনের ছুটিতে সব প্রতিষ্টান বন্ধ থাকা এবং করোনা সংক্রমান থেকে আত্মরক্ষায় দাউদকান্দি, তিতাস, হোমনা ও মেঘনা উপজেলায় পত্রিকা বিক্রী বন্ধ করে দেয় বলে বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এ্যাসোসিয়েসন এর সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লার এজেন্ট মোহাম্মদ আলী জানান। তিনি আরো জানান, দাউদকান্দির ১৫জনসহ মোট ৫০জন হকার কর্মহীন হয়ে পড়েছে। সারা দেশের হকারদের তালিকা করে যেকোন দুর্যোগের সময় তাদের সহযোগিতা করার জন্য সরকার প্রধানের নিকট দাবী জানান তিনি।

আর পড়তে পারেন