বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে কৃষি উপকরণ বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৮, ২০১৯
news-image

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লা জেলার দাউদকান্দিতে কৃষি সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপবরণ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ কাজের উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল(অবঃ) সুবিদ আলী ভূইয়া এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, ওসি রফিকুল ইসলাম, পরিষদের ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ এসডু, মহিলা ভাইস-চেয়ারম্যান রোজিনা আক্তার, সুন্দুলপুর ইউপি চেয়ারম্যান মাসুদ আলম, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মইন চৌধুরী, মহিলা আ’লগি সভাপতি জেবুন্নেছা জেবু প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সারোয়ার জামান স্বাগত বক্তবে বলেন, উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকার চার হাজার ৭৫০জন কৃষকের মাঝে কৃষি উপকরণ সার, ধান, সরিষা ও ভূট্টাসহ বিভিন্ন রবিশষ্যের বীজ বিতরণ করা হয়। এতে প্রতি কৃষককে ৩০ কেজি সার, ১ কেজি সরিষা বীজ, ৫ কেজি বীজ ধান ও ২ কেজি করে ভুট্টাবীজ বিনামূল্যে দেয়া হয়।

আর পড়তে পারেন