শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দর্পণ ও গ্রাসরুটস্ এর উদ্যোগে মেডিক্যাল ট্যুরিজম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৪, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টারঃ
৩ জুন দর্পণের অপরাজিতা সম্মেলন কক্ষে ভারতের বিআর লাইফ গ্রুপ অব হসপিটালস্ এর সহযোগিতায় তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস্) এবং বেসরকারী উন্নয়ন সংস্থা দর্পণ এর যৌথ উদ্যোগে মেডিক্যাল ট্যুরিজম বিষয়ে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জহিরুল হক দুলাল এবং অধ্যক্ষ শফিকুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দর্পণ এর নির্বাহী পরিচালক মো: মাহবুব মোর্শেদ। মূল বিষয়বস্তু উপস্থাপন করেন বিআর লাইফ গ্রুপ অব হসপিটালস্ এর এ্যাসিসটেন্ট জেলারেল ম্যানেজার (ইন্টারন্যাশনাল বিজনেস) এজায়েত উল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির প্রধান নির্বাহী হিমাংশু মিত্র, দৈনিক রূপসী বাংলার সিনিয়র ষ্টাফ রিপোার্টার অশোক বড়–য়া, সাংবাদিক মাহাবুবুল আলম বাবু, সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপস, দৈনিক ইনকিলাবের ষ্টাফ রিপোর্টার সাদিক মামুন, সমতটের কাগজ এর সম্পাদক জামাল উদ্দিন দামাল, ফটো সাংবাদিক এন,কে রিপন, সময় টিভির কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হান, দীপ্ত টিভির কুমিল্লা প্রতিনিধি শাকিল মোল্লা, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশন কুমিল্লার সম্পাদক মো: আজাদ সরকার, পল্লী স্বাস্থ্য উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কাজী মাহতাব, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী কুমিল্লা জেলা শাখার সভাপতি নাগমা মোর্শেদ, জয়যাত্রা টিভির সাইফুল সুমন, পথিকৃৎ কুমিল্লার সুমন কবির ভ’ইয়া, দৈনিক আজকের কুমিল্লার ষ্টাফ রিপোর্টার সালমা আক্তার চৈতি, কুমিল্লা দর্পণের ব্যুরো চীফ আফসানা আফরোজ জুঁই, দর্পণের সহকারী প্রকল্প পরিচালক নাজনীন আক্তার তপা প্রমুখ।

অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করেন দর্পণ অ্যাক্টিভিষ্ট গ্রুপের টিম লিডার ফারহানা আক্তার। বিআর লাইফ গ্রুপ অব হসপিটালস্ এর এ্যাসিসটেন্ট জেলারেল ম্যানেজার (ইন্টারন্যাশনাল বিজনেস) এজায়েত উল্লাহ বক্তব্যে ব্যাঙ্গালোর এসএনএমসি, ব্রেইনস্সহ বিভিন্ন হসপিটালে বাংলাদেশীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার কথা উল্লেখ করেন এবং এক্ষেত্রে বাংলাদেশের গ্রাসরুটস ট্যুরিজম ও কুমিল্লা টুরিষ্ট ক্লাবের সাথে যৌথভাবে কার্যক্রম পরিচালনার আগ্রহ প্রকাশ করেন। প্রেস কনফারেন্সে বাংলাদেশে মেডিক্যাল ট্যুরিজমের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে আলোচনা করা হয়।

দর্পণের নির্বাহী পরিচালক মো: মাহবুব মোর্শেদ তার বক্তব্যে মেডিক্যাল ট্যুরিজম উন্নয়নে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।

আর পড়তে পারেন