বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তিস্তা নদীর পানিবণ্টন চুক্তির একটি দ্রুত ও গ্রহণযোগ্য সমাধানে ভারত প্রতিশ্রুতিবদ্ধ- শ্রিংলা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৫, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকা সফরকালে  তিস্তা চুক্তির বিষয়ে বলেন, তিস্তা নদীর পানিবণ্টন চুক্তির একটি দ্রুত ও পারস্পরিক-গ্রহণযোগ্য সমাধানে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জানি, সীমান্তের উভয় পাশেই এটি একটি আবেগের বিষয়, তবে এই বিষয়ে আমাদের সরকারের প্রতিশ্রুতি কমেনি।

আমাদের কেন্দ্রীয় ব্যবস্থা অনুযায়ী, চুক্তিটি কেবলমাত্র সকল অংশীদারদের ঐক্যমত্যের ভিত্তিতে চূড়ান্ত করা যেতে পারে। তবে ইতোমধ্যে, আমরা আমাদের অন্যান্য অভিন্ন নদীগুলির পানিবণ্টন এগিয়ে নিতে পারি, যাতে উভয় পক্ষের লোকেরা আমাদের ঘনিষ্ঠ অংশীদারিত্ব থেকে উপকৃত হতে পারে।

আমি জেনে খুশি হয়েছি যে, গত আগস্টে আমাদের পানিসম্পদ সচিবের ঢাকা সফরকালে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল তা বাস্তবায়নে উভয় পক্ষ সাতটি আন্তঃসীমান্ত নদীর পানি প্রবাহের বিষয়ে গত মাসে (২০২০ সালের ফেব্রুয়ারি) তথ্য বিনিময় করেছে। আমাদের এই তথ্যগুলোর সমন্বয় ত্বরান্বিত করতে হবে যাতে এ বছরের মধ্যেই পানিবণ্টন চুক্তিগুলি চূড়ান্ত করা যায়।

আর পড়তে পারেন