শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

তানিয়ার ট্যালেন্টফুলে বৃত্তিলাভ, স্বপ্ন দেখে ডাক্তার হয়ে সমাজসেবার

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৫, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টার ঃ

সদ্য ঘোষিত প্রাথমিক ও ইবতেদায়ী স্কলারশীপে ট্যালেন্টফুল ক্যাটাগরিতে বৃত্তি লাভ করেছে তাসনিয়া জান্নাত তানিয়া। গত ২৪শে মার্চ ঘোষিত বৃত্তির ফলাফলে এ কৃতিত্ব অর্জন করে সে।

তানিয়া উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনার কুয়েত প্রবাসী জহির উদ্দিন রতনের ২য় কন্যা এবং আলোকিত চৌদ্দগ্রামের বার্তা সম্পাদক বেলাল হোসাইনের ভাতিজি। বর্তমানে তানিয়া ফেলনা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত।

এদিকে ট্যালেন্টফুলে বৃত্তিলাভ করা তানিয়া জানান, ভবিষ্যতে সে ডাক্তার হয়ে সমাজের এবং সাধারন মানুষের পাশে থেকে সেবা করতে চান।

উল্লেখ্য ২০১৮ সালে অনুষ্ঠিত প্রাথমিক সমাপণীতেও সে চৌদ্দগ্রাম পৌরসভাধীন চাঁন্দিশকরা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ অর্জন করে।

আর পড়তে পারেন