শনিবার, ৩০শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টানা ৩ দিনের যানজট: বিপাকে পরীক্ষার্থীরা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৩, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টারঃ
তিন দিনের টানা যানজটে স্থবির হয়ে পড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ। বুধবার সন্ধ্যায় মহাসড়কের মেঘনা সেতু এলাকায় ঢাকাগামী লেনে সৃষ্ট যানজট দাউদকান্দির রায়পুর পর্যন্ত ছড়িয়ে পড়ে। শুক্রবার বেলা ১১টায় মেঘনা সেতু থেকে দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত উভয় লেনজুড়ে ছিল ২০ কিলোমিটার যানজট। ফলে বৃহস্পতিবার জেএসসি-জেডিসি পরীক্ষার্থী ও অভিভাকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক পরীক্ষার্থীই যথাসময়ে তাদের কেন্দ্রে পৌঁছতে পারেনি।

এছাড়া ঢাকাগামী অনেক যাত্রী বাড়ি ফিরে গেছেন। বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহনের চালকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ২৫ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়লেও মধ্যরাতে তা কিছুটা কমে রায়পুর এলাকায় স্থির হয়। যদিও কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকা থেকেই ঢাকাগামী লেনে গাড়ি চলছিল ধীরগতিতে। যানজটের এ তীব্রতা বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত দেখা যায়, যা শুক্রবার পর্যন্ত গড়ায়। হাইওয়ে পুলিশ বলেছে, মহাসড়কের অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকাগামী লেনে এ যানজট সৃষ্টি হয়েছে।

তবে চট্টগ্রামগামী লেনে যান চলাচল স্বাভাবিক। কুমিল্লার সহকারী অতিরিক্ত পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মহিদুল ইসলাম জানান, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ একযোগে কাজ করছে। রাতে এ রিপোর্ট প্রেরণ পর্যন্ত মেঘনা-গোমতী টোলপ্লাজা থেকে হাসানপুর পর্যন্ত যানজট অব্যাহত ছিল।

আর পড়তে পারেন