মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকায় আসছেন লিওনেল মেসি

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১২, ২০১৯
news-image

 

ক্রীড়া প্রতিবেদক .
আগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হবে। এ উপলক্ষে মহাকর্মযজ্ঞ হাতে নিয়েছে সরকার, থাকছে নানা চমকও। এরই অংশ হিসেবে ঢাকায় আসছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও আর্জেন্টিনার নতুন রাষ্ট্রদূত ডেনিয়েল চোবুরুর (দিল্লিভিত্তিক) মধ্যে আলোচনাও হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আর্জেন্টিনা ফুটবল দলকে অভ্যর্থনা জানানোর জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুখিয়ে আছেন।

এছাড়া বৈঠকে দুই দেশের বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা করা হয়। এ সময় দক্ষিণ আমেরিকার বাণিজ্য ব্লক মারকোসরের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ।

প্রসঙ্গত, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আমন্ত্রণে ২০১১ সালে ঢাকায় এসেছিলেন লিওনেল মেসিসহ আর্জেন্টিনা দল। সে সময় বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচ খেলে তারা।

আর পড়তে পারেন